রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাময়িক সদন সাতদিন পরই পাবে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট হলে এ সনদ প্রদান করা হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের সাত কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিসে সাময়িক সনদ পাবে। এজন্য তাদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। ২০২৩ সালের স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতরকরণ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান।
বিডি প্রতিদিন/আরাফাত