হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
সোমবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়।
কর্মজীবনের শুরুতে ২০০৪ সালে তিনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবস্থাপনা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত উক্ত বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসেন।
এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ১৯টি প্রকাশনা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই