চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে চবি মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫। আগামী ৮ ও ৯ জানুয়ারি ২ দিনব্যাপী চলবে এই কনফারেন্স।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টায় বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কনফারেন্সের আয়োজকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, কনফারেন্সের কো-কনভেনার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অধ্যাপক ড. ফুয়াদ হাসান, অধ্যাপক ড. মীর হোসেন সোহেল, প্রফেসর মো. বজলুর রহমান অধ্যাপক ড. শান্ত বনিক সহ অন্যান্য সহযোগী ও সহকারী অধ্যাপকবৃন্দ।
আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় ব্যাবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারীতে কনফারেন্সের প্লেনারী সেশন অনুষ্ঠিত হবে এবং অনুষদের চারটি ভেন্যুতে সবগুলো বিজনেস সেশন অনুষ্ঠিত হবে।
এই আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃজনে মার্কেটিং বিভাগের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আয়োজিত। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গণচীন, ভারত ও বাংলাদেশের ৭৫ (পঁচাত্তর) জন গবেষক তাঁদের মৌলিক গবেষণাকর্ম উপস্থাপন করবেন। তাঁরা এই সম্মেলনের মূল থিম "Sustainable Business Transformation: Challenges and Opportunities for Marketing"-এর উপর নির্ধারিত ১৫ (পনের) টি ট্র্যাকে তাঁদের গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ করবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির এবং সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ উপস্থিত থাকবেন।
কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর প্রফেসর আতাউর রহমান বেলাল, ভিয়েতনামের ভিএনইউ ইউনিভার্সিটি অব ইকোনমিকস্ এন্ড বিজনেস-এর হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম দুই ও সফল কর্পোরেট প্রতিনিধি হিসেবে র্যাংকন-এর সিইও তানভির শাহরিয়ার রিমন।
এছাড়া বিভিন্ন সেশনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সম্মানিত কয়েকজন উপাচার্য, মার্কেটিং ও ব্যবসায় প্রশাসন বিষয়ের প্রথিতযশা অধ্যাপকবৃন্দ উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/জামশেদ