বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল যদি তোমাকে মোটিভেট করে নিতে পারে তবে যাও, কিন্তু যদি ভয় দেখিয়ে রাগ দিয়ে নেয়ার চেষ্টা করে তবে তার প্রতিবাদ করবে। একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে।’
রবিবার সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ভেটেরিনারি অনুষদ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
সভাপতির বক্তব্যে ড. মো. বাহানুর রহমান বলেন, ‘আজকে থেকে তোমরা বন্ধু হয়ে গেলে, আমরণ এই বন্ধুত্ব অটুট থাকবে। এমনভাবে কাজ করতে হবে যেন কেউ কাউকে হেয় করবে না, কাউকে সরিয়ে দিব না, একজন আরেকজনকে সাহায্য করবে। প্রথম থেকেই প্রায়োরিটি সেট করতে হবে। পড়ালেখার পরিকল্পনা করতে হবে, কিভাবে পড়ব, কোন কোর্সে কোন রেসাল্ট চাই, অতিমাত্রায় মোবাইল ফোন নির্ভর না হয়ে খাতায় লিখার অভ্যাস করতে হবে।’
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবীন শিক্ষার্থী সোহান বলেন, ‘আমাদের শিক্ষকরা বিশ্বমানের। আমরাও তাদের মতো হতে চাই। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা আমাদের শিক্ষকদের পাশে পাবো।’
বিডি প্রতিদিন/হিমেল