পড়ন্ত বিকেলে পাঠাগারে বই নিয়ে মগ্ন কিছু বইপ্রেমী মানুষ। সেলফে সাজানো শত শত বই। যার যে বই পছন্দ তারা তা নিয়ে পড়ছেন নিজের মতো। পড়া শেষে আবার বইগুলো সঠিক স্থানে রেখে চলে যাচ্ছেন।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে এখন বইপ্রেমীদের ভিড় লেগেই থাকে। বহুদিন থেকে এই দৃশ্য চোখে পড়ে সবার। মফস্বলে প্রতিদিন বই পড়ার এ দৃশ্য চমকে দেওয়ার মতোই। বর্তমান সময়ে বইয়ের পাতায় চোখ রাখা কমে গেছে ছাত্র-ছাত্রীদের।
ডিজিটাল যুগে শিশু-কিশোরদের অনলাইনের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে শুভসংঘের বিশেষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়স্ক মানুষ এখানে বই পড়তে আসেন।
দুই বছর আগে এখানে ‘বসুন্ধরা শুভসংঘ পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়। শিশু-কিশোরসহ সব শ্রেণির মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে শুভসংঘ পাঠাগার গড়ে তোলে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল) উপজেলা শাখা।
প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন শুভসংঘের বন্ধুরা। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো (বই) পৌঁছে দিচ্ছেন। এছাড়াও পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারেন পাঠকরা।
পাঠকরা পাঠাগার থেকে পছন্দের বই পড়া শেষে ফেরত দিয়ে নতুন বই নিয়ে যান ইচ্ছেমতো; যা সম্পূর্ণ বিনা খরচে। এখানে কোনো রেজিস্ট্রেশন করে বই নিতে হয় না। সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত এ পাঠাগার।
পাঠাগারের বই পড়তে আসা পাঠক আরমান হোসেন বলেন, পাঠাগারে বই পড়তে আমার খুবই ভালো লাগে। এখানে শত শত বই সাজানো, যখন যে বই পড়তে মন চায় সে বই ইচ্ছেমতো পড়তে পারছি। আগে সারাদিন মোবাইলে আসক্ত ছিলাম। পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বই পড়ি। বই আমার চিন্তার দুয়ার খুলে দিয়েছে। কৃতজ্ঞ শুভসংঘ পাঠাগারের প্রতি।
বই পড়তে আসা বইপ্রেমী নাজমুল হাসান বলেন, আমরা কখনো এ ধরনের পাঠাগার দেখিনি। শুনেছি কিছু আছে, কিন্তু সেগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এখন আমরা হাতের নাগালে বই পড়ার সুযোগ পাচ্ছি।
কালের কণ্ঠ প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, বই চিন্তার দুয়ার খুলে দেওয়ার একমাত্র মাধ্যম। পৃথিবীকে জানতে ও সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নতুন নতুন অনেক বই আছে, আরো বই যুক্ত করা হবে। আশা করছি এর মাধ্যমে পাঠকরা নতুন কিছু জানতে পারবেন। শুভসংঘ পাঠাগারে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার সুযোগ পাচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার বন্ধুরা বই পাঠের আসরে যুক্ত হন। বিখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনে ‘সমগ্র কিশোর গল্প ৩’ ও ‘দিপু অপহরণ রহস্য’ বই থেকে আলোচনা করেন শুভসংঘের বন্ধুরা।
পাঠের আসরে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সহ-সভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আরমান, কার্যকরী সদস্য আ. আলিম, ফিরোজ হোসেন, সোহাগ আহমেদ, সুইট, হারুনুর রশীদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ