► বাড়ি থেকে পালাচ্ছে এক তরুণী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে-
প্রেমিক : তোমার বাবা টের পাননি তো?
প্রেমিকা : উনি বাসায় নেই।
প্রেমিক : বল কী? এত রাতে বাসার বাইরে?
প্রেমিকা : আমাদের জন্য ট্যাক্সি ডাকতে গেছেন।
► প্রথম বন্ধু : ট্রেন মিস করা আমার অভ্যাসে দাঁড়িয়েছে। বলতে পারিস কীভাবে ট্রেন মিস না করে ধরতে পারা যায়।
দ্বিতীয় বন্ধু : আরে খুবই সহজ। সব সময় আগের ট্রেনটা মিস করবি। তাহলে কখনো পরেরটা মিস হবে না।
► ডাক্তার : আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন কি?
রোগী : জি।
ডাক্তার : আপনার ঠান্ডা লাগার ধাত কি গেছে?
রোগী : না, গেছে আমার ঘড়ি আর মানিব্যাগ।
► জ্যোতিষীর কাছে গেছে ব্যাঙ।
জ্যোতিষী : খুব শিগগিরই তোমার একটা সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হবে।
ব্যাঙ : সত্যি! তার সঙ্গে আমার কোথায় দেখা হবে? নিশ্চয়ই কোনো পার্টিতে!
জ্যোতিষী : না। মেয়েটির জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে!
সংগ্রহ : মারুফ হোসেন, সদর, নড়াইল।