► চিকিৎসক : আপনার ওজন কত?
রোগী : চোখে চশমা দিলে ৭৫ কেজি।
চিকিৎসক : চশমা ছাড়া তাহলে ওজন কত?
রোগী : আমি তো চশমা ছাড়া দেখতে পারি না, স্যার।
► বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা নিয়ম মেনে চলি।
প্রার্থী : কী কী স্যার?
বস : আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতার তলা মুছে এসেছেন?
প্রার্থী : জি স্যার।
বস : আমাদের প্রথম নিয়ম হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাইরে কোনো ম্যাটই ছিল না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না।
► মানসিক হাসপাতালের এক রোগী একমনে কী যেন লিখছেন। চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন ডাক্তার। বললেন, কী হে, চিঠি লিখছেন নাকি?
রোগী : হ্যাঁ।
ডাক্তার : কাকে লিখছেন?
রোগী : নিজেকে।
ডাক্তার : বাহ্! ভালো তো। তা কী লিখলেন?
রোগী : মাত্র চিঠিটা লিখছি। ডাকযোগে চিঠি পাঠাব, দুই দিন বাদে চিঠিটা পাব, খুলে পড়ব। তারপর তো বলতে পারব কী লিখেছি!
সংগ্রহ : হাসনাত আকবর, সদর, জয়পুরহাট।