বাংলাদেশে রমজান মানেই পারিবারিক একতা, ইবাদত আর উৎসবের ছোঁয়া। এই সময়কে কেন্দ্র করে বাংলাদেশের টিকটক কনটেন্ট ক্রিয়েটররা তাদের অভিজ্ঞতা আর সৃষ্টিশীল কনটেন্টের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরছে রমজান মাসের নানান আয়োজনকে।
নির্ধারিত হ্যাশট্যাগ ও ইন্টারঅ্যাকটিভ ফিচারের মাধ্যমে টিকটক এখন হয়ে উঠেছে রমজানের জন্য এক ডিজিটাল হাব। প্রতি বছরের মতো এবারও টিকটকে বাংলাদেশি কমিউনিটি একত্রিত হয়ে নিজেদের রমজানের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছে। #Ramadan2025, #MaheRamadan, #WhatToCook এবং #WhereToEat এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে।
টিকটকে প্রতিদিনই পোস্ট হচ্ছে ভিন্নধর্মী কনটেন্ট। কেউ শেয়ার করছেন ঐতিহ্যবাহী খাবার, আবার কেউ তুলে ধরছেন ঢাকার সেরা সেহরি বা ইফতারের আয়োজন। রমজান উপলক্ষে খাবার ও রেসিপির সব ভিডিও এক জায়গায় পাওয়া যায় #RamadanRecipes লিখলেঈ।
খাবারের বাইরেও #EidLook, #EidPreps, এবং #GRWM হ্যাশট্যাগে ঈদের ট্রেন্ডি ফ্যাশনের ঝলক দেখা যাচ্ছে। #MaheRamadan হ্যাশট্যাগের মাধ্যমে ব্যবহারকারীরা শেয়ার করছেন নিজেদের রমজানের অভিজ্ঞতা, দোয়া, আর কৃতজ্ঞতার মুহূর্ত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ