কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে সাধারণ মানুষের আগ্রহ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ- দুটোই যে ২০২৫ সালে বৃদ্ধি পেতে চলেছে তার একাধিক ইঙ্গিত বছর শুরু হতে না হতেই পাওয়া যাচ্ছে। সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন যে নতুন বছরে তাঁদের প্রধান লক্ষ্য এআই চ্যাটবট জেমিনি’র উন্নয়ন। এবার প্রযুক্তি জগতের আরেক শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট জানালো এ বছর তাঁরা ৮০ বিলিয়ন ডলার খরচ করবে এআই ডেটা সেন্টার তৈরিতে। শুক্রবার (৩ ডিসেম্বর) এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টাকার অংকে ৮০ বিলিয়ন ডলার হচ্ছে ৯ লাখ ৭০ হাজার কোটি টাকারও বেশি। অর্থাৎ ২০২৫ সালে এআই প্রযুক্তির উন্নয়নে শুধু ডেটা সেন্টার তৈরিতেই মাইক্রোসফট ব্যয় করবে বাংলাদেশের বর্তমান বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) চেয়েও বেশি।
স্বাভাবিকভাবেই এআই নিয়ে তাঁদের পরিকল্পনা যে আরও উচ্চাভিলাষী হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য এআই খাতে মাইক্রোসফটের পদচারণা নতুন কিছু নয়। জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই’তে তাঁদের বড় অংকের বিনিয়োগ রয়েছে। বস্তুত মাইক্রোসফট-ই বর্তমানে ওপেনএআই’তে সবচেয়ে বড় বিনিয়োগকারী।
উল্লেখ্য, এআই প্রযুক্তি’র উন্নয়নে ডেটা সেন্টারের কোনো বিকল্প নেই। উন্নত এআই মডেল তৈরিতে প্রয়োজন হয় উচ্চমানের কম্পিউটিং সক্ষমতা, বিশাল স্টোরেজ, দ্রুতগতির নেটওয়ার্কিং কাঠামো এবং জিপিইউ-সমৃদ্ধ এআই সার্ভার। আর এই সকল সুবিধার জন্য প্রয়োজন শক্তিশালী ডেটা সেন্টারের। সেজন্যই এআই ডেটা সেন্টার তৈরিতে মাইক্রোসফটের এই বিশাল অংকের বিনিয়োগ যৌক্তিক বলেই প্রতীয়মান হচ্ছে।
প্রকাশিত ব্লগ পোস্টে মাইক্রোসফট ডেটার সেন্টার তৈরি উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছে যে, মূলত এআই মডেল প্রশিক্ষণে এবং এআই ও বিভিন্ন ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার জন্যই তাঁরা ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে।
২০২২ সালে ওপেনএআই চ্যাটজিপিটি নিয়ে আসার পর থেকেই বিশ্বজুড়ে এআই প্রযুক্তির বিশেষ করে এআই চ্যাটবটের ব্যবহার বৃদ্ধি পেতে থাকে। বিগত দু’বছরে এআই প্রযুক্তির চাহিদা এতটাই বেড়েছে যে এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবায় এআই প্রযুক্তি সমন্বয় করতে চাইছে। অর্থাৎ, ব্যক্তি পর্যায়ে যেমন এআই’র ব্যবহার বাড়ছে তেমনি এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের মাঝেও বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যাটবট বা ডিজিটাল অ্যাসিসট্যান্টের মতো বিভিন্ন এআই টুল।
এই প্রেক্ষাপটে এআই খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন করে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। উন্নত এআই চিপ-সমৃদ্ধ ডেটা সেন্টারের একটি নেটওয়ার্ক তৈরি করে সেখানে উন্নত সব এআই টুল ও ফিচার তৈরির কাজকে আরও ত্বরান্বিত করাই মাইক্রোসফটের মূল উদ্দেশ্য।
সোর্স: রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক