পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির এলাকায় অবস্থিত তার বাড়ির গেটের দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বন্দুকধারী গুলি চালায়। তবে হামলায় খেলোয়াড়ের পরিবারের কেউ আহত হননি বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।
গুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে, তবে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর নাসিমের বাবা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় পুলিশের তরফ থেকে দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।
এই ঘটনার পরও নাসিম শাহ দলের সঙ্গে থাকছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ড সূত্রে জানা গেছে, ঘটনাটি তার খেলার সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তিনি রাওয়ালপিন্ডিতে দলের সঙ্গে রয়েছেন।
এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, হামলার সময় তার দুই ছোট ভাই—হুনাইন শাহ ও উবায়েদ শাহ বাড়িতে ছিলেন কি না। হুনাইন সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৪ ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে জয়সূচক রান করেছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া