মাদ্রিদ ওপেনের নারী এককে শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা দারুণ জয়ে যাত্রা করেছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি আনা ব্লিনকভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। কিছুদিন আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে অস্টাপেঙ্কোর কাছে পরাজিত হয়েছেন বেলারুশের মেয়ে সাবালেঙ্কা। এবার মাদ্রিদ ওপেন জিতে সেই পরাজয়ের গ্লানি দূর করতে চান তিনি। এদিকে মাদ্রিদ ওপেনে নারী এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন এলেনা রিবাকিনাও। তিনি বিয়াঙ্কা আন্দ্রেস্কুকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। ডায়ানা ¯œাইডার দুই সেটের লড়াইয়ে পরাজিত করেছেন আনাস্তাসিয়াকে। মিরা আন্দ্রিভা চতুর্থ রাউন্ডের পথে পরাজিত করেছেন ম্যাগডালেনা ফ্রেচকে। এ ছাড়াও পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডেনিস শাপোভালভ, আলেসান্দ্রো ডেভিডোভি, আলেক্সান্ডার জেভরভ এবং টেইলর ফ্রিটজ।