এএইচ কাপ হকিতে বাংলাদেশ ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে পুস্কর ক্ষিসা মিমোরা। আগের দুই ম্যাচে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলেও শ্রীলঙ্কাকে হারাতে বেগ পেতে হয়নি। তবে ৩৮ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। পরে বাংলাদেশের দাপটের সামনে লঙ্কারা পেরে উঠতে পারেনি। ৩৯ মিনিটে গোল করে এগিয়ে যায় লাল-সবুজের দল। রাকিবুল ইসলাম গোল করেন। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ৪৩ মিনিটে তৃতীয় গোল আসে ফজলে রাব্বির স্টিক থেকে। ৪৯ মিনিটে পোস্ট কাপান আরশাদ হোসেন এবং শেষ গোলটি করেন নাঈম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে।
গ্রুপের সব ম্যাচ জিতে বাংলাদেশ আগামীকাল সেমিফাইনাল খেলবে। প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ওমান কিংবা চাইনিজ তাইপে।