নারী ওয়ানডে বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন আক্তারও ঝলক দেখান। এই সংস্করণের ব্যাটারদের তালিকায় দুজনই ক্যারিয়ারে সেরা অবস্থানে উঠে এসেছেন। আইসিসি নারী ক্রিকেটারদের হালনাগাদ অবস্থান প্রকাশ করেছে গতকাল। নিগার আছেন ১৭ নম্বরে। তার ওপরে বাংলাদেশের কেউ নেই। শারমিনের অবস্থান ২৯তম। এর আগে নিগার ৪১ আর শারমিনের অবস্থান ছিল ৩৯ নম্বরে।
গত বৃহস্পতিবার বাছাই পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারায় বাংলাদেশ। বড় স্কোর গড়ার পেছনে নিগার ৭৮ বলে ১০১ রান করেন। রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ৫১ রান। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার। থাইল্যান্ড ম্যাচে অপরাজিত ৯৪ রান করা শারমিনের অগ্রগতি ১১ ধাপ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন টপঅর্ডার এ ব্যাটার। আয়ারল্যান্ডকে হারানোর পথে বড় ভূমিকা রাখেন রিতু মণি। চরম বিপর্যয়ে তার ব্যাট থেকে আসে ৬৭ রান।