বাংলাদেশ ফুটবল দলের জার্সি গায়ে এবারই প্রথম কোনো প্রবাসী ফুটবলার খেলছেন না। ইউরোপের লিগে খেলা জামাল ভূঁইয়া, তারিক কাজীরা খেলছেন। মাঠ মাতিয়ে দেশের ক্রীড়াপ্রেীদের মন জয় করছেন। হামজা দেওয়ান চৌধুরী এখনো লাল-সবুজ জার্সি গায়ে খেলতে নামেননি। অথচ তার আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের লিস্টার সিটি, শেফিল্ড ইউনাইটেডে খেলার অভিজ্ঞতাপুষ্ট হামজা চৌধুরী মন জয় করে নিয়েছেন দেশের কোটি কোটি ক্রীড়াপ্রেমীর। ঢাকায় পা রাখার আগে থেকে হামজা উন্মাদনায় মেতে উঠেছে ক্রীড়াপ্রেমী আমজনতা। ফুটবল জ্বরে কাঁপছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। হামজা জ্বরে আক্রান্ত হয়েছে দেশের ক্রিকেটাঙ্গনও। জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম এবং জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন ও অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। ক্রিকেটারদের সবাই হামজা চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন। এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে হামজা এখন ঢাকায়। ২৫ মার্চ শিলংয়ে ভারতে বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেখানে খেলবেন হামজা। মিডিয়ার মুখোমুখিতে ভারতকে হারানোর বিষয়ে আশার কথা জানিয়েছেন তিনি।
হামজার প্রশংসায় মাশরাফি, রিশাদ ও আকবরের চেয়ে একধাপ এগিয়ে মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের প্রোফাইল পিকচার পাল্টে হামজা চৌধুরীর ছবি লাগিয়েছে। এরপর প্রোফাইল পোস্টে লিখেছেন, ‘অল দ্য বেস্ট।’ টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বরাবরই ফুটবলপ্রেমী। রাত জেগে খেলা দেখেন এবং বিশ্ব ফুটবলের খোঁজখবর রাখেন। হামজার দলভুক্তিতে উচ্ছ্বসিত মাশরাফি লেখেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।’ মাশরাফি আরও লেখেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লিস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে। এ দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’ প্রশংসায় ভাসিয়ে মাশরাফি আরও লেখেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে। শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে।’ রিশাদ হোসেন লিখেছেন, ‘বাংলাদেশে আপনাকে স্বাগতম। অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল।’ আকবর আলী বলেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগতম। আপনার হাত ধরে এ দেশের ফুটবল বদলে যাক।’