প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন আরিফ হোসেন। মোহামেডানের সাদা-কালো জার্সিতে খেলে এরই মধ্যে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে তোলা অনেক বড় ব্যাপার। বিষয়টার গুরুত্ব বোঝেন আরিফ। গতকাল সৌদি আরব থেকে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জাতীয় দলের অনুশীলন অনেক কঠিন হবে এটাই স্বাভাবিক। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’ এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হওয়ার লক্ষ্য নিয়েই ছুটছেন আরিফ হোসেন। মোহামেডানের জার্সিতে গত ফেডারেশন কাপে ৩টি গোল করেছেন তিনি। এরপরই আলোচনায় উঠে আসেন এ তরুণ ফুটবলার।