দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। রবিবার ভারতের বিপক্ষে তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। ২০০০ সালে শেষবার দুই দেশ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছিল। ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ ২৫ বছর পর ফাইনালে দুই দেশ একে অপরের মুখোমুখি হবে। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছে। যোগ্য দুই দেশ শিরোপা জিততে লড়বে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দেশ দ্বিতীয়বারের মতো লড়ছে। গ্রুপ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় ভারত। রোহিত শর্মারা আসরের একমাত্র দল কোনো ম্যাচই হারেননি। জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারত সবকটি ম্যাচই জিতেছিল। আহমেদাবাদে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তৃতীয় বিশ্বকাপ জয়ের আশা শেষ হয়ে যায়। যে বেদনা ভারতীয়রা কখনো ভুলতে পারবে কি না সংশয় রয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির একক আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে আপত্তি জানালে তাদের ম্যাচগুলো দুবাইয়ে হচ্ছে। ফাইনালে ভারত খেলবে বলেই ভেন্যু দুবাই। মরুভূমিতে দুর্দান্ত দাপট দেখিয়েছেন রোহিত, কোহলিরা। কিন্তু ফাইনালে তারা কী করবে। আহমেদাবাদের পুনরাবৃত্তি ঘটবে কি? রোহিতরা এ নিয়ে কিছুটা চাপে আছে। তা ছাড়া নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার যা বলেছেন, তা রোহিতকে হুঁশিয়ারি দেওয়ার মতো। তিনি বলেন, ‘আমরা ভারতকে হারাতেই নামব। টস এখানে কোনো ফ্যাক্টর হবে না। ব্যাট বা বলে আমরাই সেরাটা প্রদর্শন করব। ভারত নিঃসন্দেহে বড় শক্তিশালী। কিন্তু ট্রফি জিতব আমরাই।’