বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ ও আলোকচিত্রী জশ ডুরি ইতিহাস গড়েছেন। তিনি এক ফ্রেমে পৃথিবীসহ সাতটি গ্রহের বিরল ছবি তুলতে সক্ষম হয়েছেন। এই মহাজাগতিক দৃশ্যকে বলা হয় ‘গ্রেট প্ল্যানেটারি প্যারেড’, যা একসঙ্গে আটটি গ্রহকে সারিবদ্ধ করে। এটি সর্বশেষ হয়েছিল ১৯৮২ সালে।
ডুরি এই অসাধারণ ছবিটি ২২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের সোমারসেটের মেনডিপ হিলস থেকে তুলেছেন। তিনি জানিয়েছেন, এটি তোলার জন্য নয়টি আলাদা ছবি জোড়া দিয়ে একটি বিস্তৃত প্যানোরামা তৈরি করা হয়েছে। বিশেষ করে শনি, বুধ ও নেপচুনকে ধরতে হয়েছে ভিন্ন এক কৌশলে।
কীভাবে তোলা হলো এই ছবি?
এই ছবি তুলতে জশ ডুরি ব্যবহার করেছেন Sony A7S II ক্যামেরা ও Sigma 15mm Diagonal Fisheye লেন্স। যেহেতু বুধ, শনি ও নেপচুন খুবই ক্ষীণ আলো বিকিরণ করে, তাই তিনি ডুয়াল এক্সপোজার প্রযুক্তি ব্যবহার করেছেন—একটি স্বাভাবিক শট, আরেকটি বাড়তি এক্সপোজার ও ISO বাড়িয়ে। এরপর তিনি অ্যাস্ট্রোনমি অ্যাপস এবং মহাকাশের মানচিত্রের সাহায্যে গ্রহগুলোর অবস্থান নিশ্চিত করেন।
ডুরি বলেছেন, এই তিনটি গ্রহ শনাক্ত করা খুব কঠিন ছিল। সূর্যের কাছাকাছি থাকায় ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাদের সঠিক অবস্থান কিছুটা অমিল মনে হতে পারে।
প্ল্যানেটারি প্যারেড: কী এই মহাজাগতিক ঘটনা?
গ্রহগুলো যখন একসঙ্গে নির্দিষ্ট কক্ষপথে এসে সারিবদ্ধ হয়, তখন একে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বলা হয়। তবে তিন থেকে চারটি গ্রহের সারিবদ্ধ হওয়া তুলনামূলক সাধারণ ঘটনা। কিন্তু সাতটি গ্রহের একসঙ্গে অবস্থান করা একেবারেই বিরল!
গত ২৮ ফেব্রুয়ারি এই মহাজাগতিক প্রদর্শনী তার শিখরে পৌঁছায়। এই দিন, সূর্যের চারপাশে থাকা সব গ্রহই আকাশে দৃশ্যমান হয়—যা আবার দেখা যাবে ২০৪০ সালে।
বিডিপ্রতিদিন/কবিরুল