বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘এ বাংলাদেশের মাটিতে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। কারণ তারা (ষড়যন্ত্রকারীরা) জানতেন জিয়া পরিবার গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে। ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তাদের ৫ আগস্ট পালিয়ে যেতে হয়েছে।’ তিনি গত সোমবার নগরকান্দা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। নগরকান্দা পৌর শহরের
মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিখন।