বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি-এর মানবিক উদ্যোগ ও তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩৪ হাজার ৫৮০ পরিবার অর্থাৎ প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সহায়তা পেয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সহানুভূতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কোভিড-পরবর্তী কঠিন সময়ে রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য বন্যার ত্রাণ, শীতবস্ত্র, রমজানের খাদ্য সহায়তা, রোহিঙ্গাদের সহায়তা, কোরবানির গোশত বিতরণ, মসজিদ ও ঘর নির্মাণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করেন।
এই সব উদ্যোগ কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং বহু মানুষের জীবনে এনে দিয়েছে আশার আলো, নিরাপত্তা এবং সামাজিক স্থিতি। এসব কার্যক্রম বাস্তবায়নে রাষ্ট্রদূত নিজেই সম্পৃক্ত থেকেছেন এবং বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিশ্চিত করেছেন। যাদের মধ্যে রয়েছে ইউএই এইড, এমিরেটস রেড ক্রিসেন্ট এবং জায়েদ চ্যারিটেবল অ্যান্ড হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন। -বিজ্ঞপ্তি
বিডি প্রতিদিন/নাজিম