রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট এবং এসটিএইচ গ্রুপের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ ফেব্রুয়ারি ‘রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগে সচেতনতা বিকাশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
আবারও ডিজিটাল স্পেইসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের ৮ম আসরে মোট ১০টি পুরস্কার তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি।
পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে হেঁটে হিমালয়ের সর্বোচ্চ পর্বত শিখর মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে ‘সি টু সামিট’ অভিযান শুরু করেছেন। গত মঙ্গলবার ইনানি সমুদ্রসৈকত থেকে তার অভিযান শুরু হয়েছে। এ অভিযানে তাকে সার্বিক সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। -বিজ্ঞপ্তি