আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল ২ শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড, হংকংয়ের সহযোগিতায় ২০০৪ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) আয়োজন করে আসছে। ডিটিজির ১৯তম সংস্করণটি আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন নারী শিক্ষার্থীকে তাদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে নিজেদের ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম ‘অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পালন করে বসন্ত উৎসব, যেখানে নানান রঙে ঋতুর আগমন উদ্যাপন করা হয়। বিজ্ঞপ্তি