শেল্টেক-বার্জার পেইন্ট চুক্তি
শেল্টেক গ্রুপ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। সম্প্রতি রাজধানী পান্থপথে শেল্টেক কার্যালয়ে, শেল্টেক (প্রা.) লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ চুক্তিতে সই করেন। শরীফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা বার্জার পেইন্টসের সঙ্গে এ অংশীদারি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।
এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন
এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বার্ডে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এএমডি আবদুল আজিজ (জুম্মা) এবং সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা এবং মো. মইদুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং কুমিল্লা অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ অন্য কর্মকর্তারা।
হোন্ডার নতুন এক্সব্লেড উন্মোচন
অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্স সম্পন্ন নতুন এক্সব্লেড বাজারে আনল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, যা ১৬০ সিসির সেগমেন্টে আরেকটি নতুন মাইলফলক। এই মোটরসাইকেল হোন্ডার বাংলাদেশি রাইডারদের সাশ্রয়ী ও গতিশীল সমাধান দেওয়ার পাশাপাশি রাইডিং অভিজ্ঞতা উন্নীত করার প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডার গ্লোবাল ভিশন হলো মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে উপভোগ্য করে তোলা, যা সাশ্রয়ী এবং মানসম্মত গতিশীল সমাধানের মাধ্যমে সম্ভব।’
সিটি ব্যাংক ও ইফাদ মটরস চুক্তি
সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। দেশব্যাপী ইফাদ গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করবে সিটি ব্যাংক পিএলসি। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। চুক্তির আওতায়, সারা দেশে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ডিস্ট্রিবিউশনে সিটি ব্যাংক ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তি