চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম নর্থ জোন ও চট্টগ্রাম সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ডিএমডি মাহমুদুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এডিএন ডিজিনেট লিমিটেডের কর্মকর্তাদের উন্নত ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক। যা মূলত একটি সফটওয়্যার ডেভেলপ কোম্পানি। ওই চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক এবং এডিএন ডিজিনেটের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ সোহায়েল রেজা।
সম্প্রতি শ্যারেটে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের পাঁচ শিক্ষার্থী। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী ডিজাইন শ্যারেটের আয়োজন করা হয়। এতে দেশের ২৩টি দল অংশ নেয়।
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তিবদ্ধ হয়েছে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি.। ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রাইম ব্যাংকের সেবায় বিশেষ সুবিধা পাবেন। প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি