এপেক্সের বিক্রয় সম্মেলন
এপেক্স পরিবারের জন্য বছরের সবচেয়ে বড় আয়োজন ‘এপেক্স’ বার্ষিক বিক্রয় সম্মেলন ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্স কন্ট্র্রোলার মো. মাইন উদ্দিন, হেড অব ন্যাশনাল সেলস ফররুখ মবিন, হেড অব রিটেইল সেলস আরবাবুর রহমান, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সালমান এ. কাম, হেড অব মার্কেটিং মো. রায়হান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক-এডিসন রিয়েল এস্টেট চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে এডিসন রিয়েল এস্টেট। সম্প্রতি আবাসন কোম্পানিটির অফিসে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও সিইও মো. আমিনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এসইভিপি সজিব রহমান।
অ্যাডভান্স রাউন্ডে ইস্টার্ন ইউনিভার্সিটি
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় নবম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে ৪৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে। এই প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটি ‘প্রিলিমিনারি রাউন্ডে’ প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম দল হিসেবে ‘অ্যাডভান্স’ রাউন্ডে উত্তীর্ণ হলো। বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের ৯টি আসরের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি এবার ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক পর্বে প্রতিযোগিতার অসামান্য সুযোগ পেল।