এমটিবির নতুন লোগো উন্মোচন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি ঢাকার একটি ভেন্যুতে ‘বার্ষিক টাউন হল ২০২৫’ আয়োজন ও নতুন লোগো উন্মোচন করেছে। ব্যাংকের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহী অনলাইনে সংযুক্ত হয়ে নতুন লোগোর উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন এমটিবির ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো. আবদুল মালেক, খাজা নারগিস হোসেন ও ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ, স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কয়রী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান মাহবুবুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। পরিচালক হয়েছেন ইমতিয়াজ আহমেদ সামস, মালিক মো. সাঈদ এটিএম শামীমউজ্জামান, মো. রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ, মাঈউদ্দীন, নাফিস রায়হান, এএসএম রফিক উল্লাহ, অধ্যাপক আইরিন আক্তার, মো. আমানুর রহমান এবং মোহাম্মদ শাকিল ওয়াহেদ। বিজ্ঞপ্তি
নড়াইলে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
নড়াইলের কালিয়ায় ৪০ জন কৃষককে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবদুল কুদ্দুস, প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মো. নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি খাতের বিকল্প নেই।’
ইবিএলকে ৩৫ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
চলতি মূলধন এবং ট্রেড লেন্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ইস্টার্ন ব্যাংককে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার ও আইএফসির আঞ্চলিক পরিচালক এলেন ফরলেমো।