সোশ্যাল ইসলামী ব্যাংকের গুলশান শাখার উদ্যোগে ২৩ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। সভাপতিত্ব করেন গুলশান শাখার ব্যবস্থাপক জুবায়ের সাদিক।
সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৪তম পর্যালোচনা সভা রবিবার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।
সম্প্রতি দি প্রিমিয়ার পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর।