আইএফআইসি ব্যাংকের জগন্নাথপুর শাখা উদ্বোধন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের কার্যক্রম শুরু। স্থানীয় মোজাফ্্ফার মার্কেটে শাখা উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ডিএমডি ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। আইএফআইসি ব্যাংকের সিলেট জোনাল ম্যানেজার এম. এ.কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন মো. আবু হুরায়রা, সুরঞ্জিত কুমার সেন, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ, জামালউদ্দিন বেলালসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসএমসির ৫০ বছর পূর্তি উদযাপন
বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে সফলতার সঙ্গে পথচলার ৫০ বছর পূর্ণ করেছে এসএমসি। এ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা সচিব মো. সাইদুর রহমান ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সচিব মো. সারওয়ার বারী এবং আন্তর্জাতিক সোশ্যাল মার্কেটিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট প্রফেসর জেফ ফ্রেন্সসহ এসএমসির পরিচালনা পর্ষদের সদস্যরা।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিনের সভাপতিত্বে সম্মেলনে ২৪২টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা ও সিএফও, প্রধান কার্যালয়ের ঊর্ধŸতন নির্বাহীরা, বিভাগীয় প্রধানরা এবং ক্লাস্টার প্রধানরা সম্মেলনে উপস্থিত ছিলেন। আবুল কাশেম মো. শিরিন ২০২৫ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ফ্লোবেল প্লে স্কুল ঢাকায় সেমিনার
বাংলাদেশকে অন্তর্ভুক্তির দিকে নেওয়া- কোনো শিশুকেই পেছনে রাখা হবে না শীর্ষক সেমিনারের আয়োজন করে ফ্রোবেল প্লে স্কুল ঢাকা। সম্প্রতি স্কুল ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (প্রাইমারি এডুকেশন ডিরেক্টরেট) ডিরেক্টর মো. মাহবুবুর রহমান বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের শিক্ষা ব্যবস্থাপক জন একাজু, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মো. গোলাম ফারুক, এডুকেশন এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সাইদুল হক প্রমুখ।