২২ জানুয়ারি পূবালী ব্যাংক পিএলসি খামারবাড়ী শাখা, ঢাকায় নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
বাংলাদেশে এলজি ইলেকট্রনিক্সের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে LG OLED evo C4 সিরিজের উদ্ভোধন করেছে। র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর, মি. জেরাল্ড চোন এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আউট-অফ-হোম (OOH) বিজ্ঞাপন প্রযুক্তি স্টার্টআপ অ্যাডেফি লিমিটেডের উন্নয়নে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও এমডি ফাহিম মাশরুর, উইডেভসের প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান এবং অ্যাডেফি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি বিনয় বর্মণ। অ্যাডেফি লিমিটেড স্টিকার ড্রাইভারের প্যারেন্ট কোম্পানি, যা যানবাহনে বিজ্ঞাপন এবং প্রচলিত আউটডোর বিজ্ঞাপনসহ বিস্তৃত বিজ্ঞাপন পরিষেবা প্রদান করে।
ইফাদ অটোস পিএলসি বাজারে আনলো এক টনের পাওয়ার পিকআপ লিও। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমদে টিপু, ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকীন আহমেদ, তাসফিন আহমেদ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল হক চৌধুরী, ইফাদ অটোসের (সিও ও) আমির দাউদ এবং অশোক লেল্যান্ডের ইন্টারন্যাশনাল অপারেশনাল হেড রাজেশসহ অন্যরা। -বিজ্ঞপ্তি