ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দুই দিনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্ষদ চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, প্রফেসর ড. এম মাসুদ রহমান, মো. আবদুস সালাম, মো. আবদুল জলিল ও মুফতি ছাঈদ আহমদ।
ব্র্যাক ব্যাংক ও ইন্টারক্লাউডের মধ্যে চুক্তি
ইন্টারক্লাউড লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের গুলশান প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং ইন্টারক্লাউডের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রশিদ।
এ সময় ইন্টারক্লাউড ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের অপারেশনস ম্যানুয়াল উন্মোচন
এবি ব্যাংক পিএলসি হেড অফিসে পরিমার্জিত অপারেশনস ম্যানুয়াল উন্মোচন করেছে।
ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং এএমডি রিয়াজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের ডিএমডিগণ, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে মাস্টার ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের ১২তম ব্যাচ এবং এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সপ্তম ব্যাচের স্প্রিং ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। স্বাগত বক্তব্য দেন এসআইপিজির পরিচালক অধ্যাপক শেখ তওফিক এম হক। -বিজ্ঞপ্তি
সহজে বিকাশ করা যায় পল্লী বিদ্যুৎ বিল
পল্লী বিদ্যুতের ৪ কোটি গ্রাহক বিকাশকে বিল পরিশোধের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য করেছে। যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতির বিল গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট থেকেই ঘরে বসে পরিশোধ করতে পারছেন। বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ গ্রাহকের পাশাপাশি বিল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর খরচ সাশ্রয় করছে, সেই সঙ্গে ব্যবস্থাপনায় স্বচ্ছতা এনেছে। গ্রাহকরা এখন যে কোনো সময় তাদের বিল চেক করতে পারছেন, বিল পরিশোধের ডিজিটাল রিসিট সংরক্ষণ করতে পারছেন। আবার বিকাশ অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা এনে তাৎক্ষণিক বিল পরিশোধ করতে পারছেন। এমনকি গ্রাহকরা চাইলে সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশ-এর যে কোনো এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল দিতে পারছেন।