পূবালী ব্যাংকের ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড অর্জন
ব্রান্ডিং অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছে পূবালী ব্যাংক পিএলসি। সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
‘সংহতি’র বছর : একসঙ্গে গড়ি আগামী’ প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০২৫ সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম। মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালক কাজী আকরাম উদ্দিন আহ্মদ, কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এম হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ প্রমুখ।
বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি
সম্প্রতি আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ এই খাতে সার্বিকভাবে সম্পূরক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান হয়। এতে দেশীয় এবং বহুজাতিক সব বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২টি শাখার প্রধান, ৪৫টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, রিজিওনাল হেড ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) প্রমুখ।
দিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ
দিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পেরিয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো এক দিনে সর্বোচ্চ লেনদেনের এই মাইলফলক পেরিয়ে যায় দেশের অন্যতম সেরা এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।
এদিন নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি; এর মধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে। এর বাইরেও গ্রাহকের নানান ধরনের লেনদেন নিশ্চিত করে আসছে নগদ।
রয়্যাল এনফিল্ড ডেলিভারি দিচ্ছে ইফাদ মোটরস
ঢাকার তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ডেলিভারি দেওয়া শুরু করেছে ইফাদ মোটরস লিমিটেড। ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে এসব মোটরসাইকেল প্রি-বুকিং নিয়েছিল। বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড গত বছরের ২১ অক্টোবর ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ইফাদ মোটরস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির মধ্যেই সারা দেশে রয়্যাল এনফিল্ডের ৯টি এক্সক্লুসিভ শোরুম চালু করবে এবং এসব শোরুম থেকেও মোটরসাইকেল ডেলিভারি দেওয়া শুরু হবে। পাশাপাশি ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে। -বিজ্ঞপ্তি