সাউথইস্ট ব্যাংকের এমডির সঙ্গে জিপির কর্মকর্তাদের সাক্ষাৎ
গ্রামীণফোনের (জিপি) হেড অব লার্জ করপোরেট এম. শাওন আজাদের নেতৃত্বে জিপির একটি সিনিয়র প্রতিনিধি দল সাউথইস্ট ব্যাংক পিএলসির এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্যাংকের ডিএমডি আবিদুর রহমান চৌধুরী, মাছুম উদ্দিন খান এবং জিপির জি এম মো. শাখাওয়াত হোসাইন খান, কি অ্যাকাউন্ট ম্যানেজার মুন মুন নওশাদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসআরএম-এর মতবিনিময় অনুষ্ঠান
চট্টগ্রামে কোম্পানির সদর দপ্তরে সম্প্রতি ‘সমৃদ্ধির পথে একসাথে’ শীর্ষক দিনব্যাপী মতবিনিময় সভার আয়োজন করে বিএসআরএম। অনুষ্ঠানে মুকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম রহমানের ছেলে প্রতিষ্ঠানের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান মুকুল, বিএসআরএম-এর এমডি, ডিএমডি অর্থ পরিচালক, চিফ অপারেটিং অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চুক্তি
মিডল্যান্ড ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লি.। ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিকে সই করেন ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো. রাশেদ আকতার ও হসপিটালের পরিচালক ফুতোশি কোনো। এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান, মো. আবেদ-উর-রহমান, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ, হসপিটালের ডেপুটি ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আইসিসিবিতে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো
সেমস-গ্লোবাল ইউএসএ এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের যৌথ আয়োজনে আগামী ১৫-১৮ জানুয়ারি শুরু হচ্ছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ - উইনটার এডিশন এবং ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।