দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এ নিয়ে সদ্য সমাপ্ত এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন, আক্রান্ত হয়েছেন ৭০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা তিনজন, বরিশাল বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের একজন, ঢাকা বিভাগের একজন আর ময়মনসিংহ বিভাগের বাসিন্দা একজন। ডেঙ্গুর থাবায় প্রাণ হারানো ব্যক্তি বরিশালের বাসিন্দা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬১ জন, মারা গেছেন ১০ জন; ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ জন, মারা গেছেন তিনজন; মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এপ্রিলে আক্রান্ত ৭০১ জন আর মারা গেছেন সাতজন। দেশে ডেঙ্গুতে এত বেশি প্রাণহানি প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘ডেঙ্গুজ্বরে পৃথিবীর কোনো দেশে এত মানুষের মৃত্যু হয়নি। তাই আমাদের দেশে ডেঙ্গু আক্রান্ত হলে কেন এত মৃত্যু হয় এ নিয়ে কাজ করতে হবে।