রাজধানীর ভাটারা এলাকায় এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ব্ল্যাকমেল করে মারধর ও জোরপূর্বক ৬০ লাখ চাঁদা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নাজমুন নাহার সুখী (২৮), কামরুন নাহার আঁখি (৩২), রুমানা ইসলাম স্মৃতি (৫০) ও মো. সাফাত ইসলাম লিংকন (২৫)। গতকাল ভোরে ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটরা থানার উপপরিদর্শক (এসআই) এস এম রুবেল।
তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার ১৫ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ভাটারা থানা সূত্রে জানা যায়, ভিকটিম খাদ্য বিভাগের উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা। গ্রেপ্তার কামরুন নাহার আঁখি তার পূর্ব পরিচিত। ভিকটিমের কাছ হতে বিভিন্ন প্রয়োজনে গত ৩-৪ মাসে ৫ লাখ টাকা ধার নেন আঁখি। পরবর্তীতে ভিকটিম টাকা ফেরত চাইলে আঁখি টালবাহানা শুরু করেন। গত ১৮ এপ্রিল ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন ভিকটিম। পরদিন বিকালে নাজমুন নাহার তাকে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা একজন। গ্রেপ্তার সাফাত ইসলাম বালিশ দিয়ে তার মুখ চেপে শ্বাসরোধের চেষ্টা করেন এবং অন্যরা তার হাত-পা বেঁধে মারধর করেন। ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণ বাঁচাতে ভিকটিম তার আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে ৬০ লাখ ২৩ হাজার ৮০ টাকা সংগ্রহ করে তাদেরকে দেন। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিম ভাটারা থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল বলেন, গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই বের করা সম্ভব হবে।