সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত তুষার মহানগরের রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে শাহী ঈদগাহ দলদলি চা-বাগানসংলগ্ন ভ্যালি সিটি আবাসিক এলাকার দ্বিতীয় ফটকে এ ঘটনা ঘটে। গতকাল সকালে নিহতের বাবা সিলেট বিমানবন্দর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার নিহত হন। তুষারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহমেদ জাবেদ নামে এক তরুণকে রাতেই নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘নিহতের ঘটনায় একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’