বাতাসে বাংলা নতুন বছরের আগমনি সুর। গ্রন্থকার দীনেন্দ্রকুমার রায় বলেছিলেন, বসন্ত আর গ্রীষ্মের সন্ধিস্থলে চৈত্র মাসে ‘নব আনন্দের হিল্লোল বহে’। আজ বাংলা বছরের শেষ দিন। চৈত্র মাসের এই শেষ দিনকে বলা হয় চৈত্র-সংক্রান্তি। চৈত্র-সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি উদ্যোগে করা হয়েছে নানা আয়োজন।
এ কর্মসূচি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজন করা হবে। বছরের শেষ দিনে দেশের বিভিন্ন জায়গায় সপ্তাহব্যাপী জমে উঠেছে লোকজ মেলা। সব জরাজীর্ণতা ও গ্লানি মুছে ফেলে নতুন দিনের প্রত্যাশায় পুরাতন বছরকে বিদায় জানাবে দেশবাসী। নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করা হয়েছে। আজকের সূর্যটি অস্তমিত হওয়ার সঙ্গে রাজধানীসহ সারা দেশের মানুষ মেতে উঠবে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আনন্দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে রাজধানীজুড়ে অনুষ্ঠিত হবে চৈত্র-সংক্রান্তির অনুষ্ঠানমালা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রবিবার দুপুর ১২টা থেকে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শুরু হবে। অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ডদল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ডদল ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ডদল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ডদল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ডদল এফ মাইনর। অনুষ্ঠানে ৫০ জন ঢাক-ঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলাশিল্পীও অংশগ্রহণ করবেন। এ ছাড়া বৈশাখী আয়োজনের অংশ হিসেবে গতকাল থেকে দেশের ১২টি জেলায় ‘চৈত্র-সংক্রান্তি ও বৈশাখী সাধুমেলা’ শুরু হয়েছে। আজ থেকে ৩০টি জেলায় ‘লোকনাট্য উৎসব’ আয়োজন করা হবে। ‘ভুলে যাই দ্বন্দ্ব কেটে যাক ভ্রান্তি, শুভ-বার্তা আনুক চৈত্র-সংক্রান্তি’ স্লোগানে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে সত্যেন সেন চত্বরে চৈত্র-সংক্রান্তির উৎসবের আয়োজন করছে উদীচী শিল্পী গোষ্ঠী। এতে থাকছে লোকগানের আসর, আবৃত্তি ও নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চৈত্র-সংক্রান্তি উদ্যাপন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিআল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলবে কার্যক্রম। বৈশাখ উদ্যাপনের অন্যতম কার্যক্রম হিসেবে চারুকলার বকুলতলায় বাংলা বছরের শেষ দিন চৈত্র-সংক্রান্তি ও বর্ষবরণের সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে সাজানো থাকবে চারুকলার এ আয়োজন। বিকাল ৩টা থেকে নাচ-গানের এ আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত। আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চৈত্র-সংক্রান্তি ও বৈশাখ উদ্যাপন উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঋতু, কাল, সংক্রান্তি আলোচনায় অংশগ্রহণ করবেন কবি, নবপ্রাণ ও নয়াকৃষি সংগঠক ফরহাদ মজহার। নারী ও চৈত্র-সংক্রান্তি আলোচনায় অংশগ্রহণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে (উন্মুক্ত মঞ্চ এবং মাঠ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আমাদের লাকসাম প্রতিনিবধি জানান, কুমিল্লার লাকসামে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলা শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার হামিদ মেলার শুভ উদ্বোধন করে। মেলায় লাকসামের নারী উদ্যোক্তাদের ছয়টি স্টল, যেখানে হাতে তৈরি পোশাক, গহনা ও মুখরোচক খাবার শোভা পাচ্ছে। এর পাশে আছে শিশুদের খেলার জন্য বিভিন্ন রাইড। মেলায় গহনা, ব্যাগ, ক্যাপ, খেলনা, খাবার হোটেল, ফুচকা-চটপটির দোকান, হারবাল দোকান, মাটির তৈরি তৈজসপত্রসহ হরেক রকমের দোকান বসেছে। এ মেলা ঘিরে সবার মধ্যে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।