গুজরাটের আহমেদাবাদ শহরে সবরমতী নদীতীরে গতকাল অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে : মুসলমানদের সম্পত্তি দখল করে নেওয়ার মতলবে ভারতে ওয়াক্ফ আইন সংশোধন একটি অন্যায় কাজ। অধিবেশনে কংগ্রেস দল ‘ন্যায়পথ’ শীর্ষক একটি প্রস্তাব অনুমোদন করে। প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করা হয়। বিশেষ করে সংসদে ওয়াক্ফ আইন সংশোধন করে মুসলিমদের সম্পত্তি দখল করার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। একই সঙ্গে পররাষ্ট্রনীতি বিষয়ে বলা হয়েছে, কংগ্রেস মনে করে দেশীয় অভ্যন্তরীণ মেরুকরণের রাজনীতি করার জন্য পররাষ্ট্রনীতি ব্যবহার করা উচিত নয়।
প্রস্তাবে বলা হয়, মোদির পররাষ্ট্রনীতি নিজের ব্র্যান্ডিং করার জন্য ব্যবহার করা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রে ভারতের নীতি ব্যর্থ হচ্ছে। চীন ভারতের জমি দখল করেছে। অথচ ভারত সরকার নীরব। চীন ব্রহ্মপুত্র নদে বিশাল বাঁধ নির্মাণ করে পানিপ্রবাহ বন্ধ করতে চাইছে। মোদি সরকার নীরব।
আরও বলা হয়, বাংলাদেশে চরমপন্থার উত্থান হচ্ছে। গাজায় যে অমানবিক অত্যাচার চলছে সে বিষয়ে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে বলেন, ভারত শুল্ক অপব্যবহার করছে। কোনো প্রতিবাদ হয়নি। এর পরে ২৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ভারতের রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে।
প্রস্তাবে বলা হয়, কেবল মুসলিমদের নয়, খ্রিস্টানদের জমিও কবজা করার হুমকি দেওয়া হয়েছে। ভারতের সব রাজ্য থেকে ২ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন অধিবেশনে। মঞ্চে অন্য নেতাদের সঙ্গে ছিলেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী এবং লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী। তবে পারিবারিক কারণে প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন না।