দেশজুড়ে সংঘাত-হানাহানি চলছেই। তুচ্ছ ঘটনায় এসব সংঘাতে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে কিশোরগঞ্জের ভৈরবে ভাইদের ঝগড়া থামাতে গিয়ে আরেক ভাই স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। এদিকে কুমিল্লায় মৎস্য প্রকল্পের বিরোধে এলোপাতাড়ি গুলিতে তিনজন বিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : ভৈরবে ভাইদের ঝগড়া থামাতে গিয়ে গতকাল দুপুরে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা সেনবাড়িতে প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান মিয়া (৪০)। মিজান চরেরকান্দা সেনবাড়ির মতি মিয়ার ছেলে ও কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। পেশায় পাদুকা ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতি মিয়ার দুই ছেলে রোমান ও রিপনের মধ্যে বসতবাড়ির পাশে একটি টয়লেট বসানো নিয়ে ঝগড়া হয়। এ সময় তাদের বড় ভাই স্বেচ্ছাসেবক দল নেতা মিজান গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানের স্ত্রী তাসলিমা বেগম বলেন, টয়লেট বসানো নিয়ে সকালে তার দেবর রিপন ও রোমানের মাঝে ঝগড়া হয়। তার স্বামী মিজান বাড়িতে ফিরে ঝগড়া থামাতে গেলে তাদের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া : জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী। নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ময়না বেগমের স্বামী মানিক মিয়ার সঙ্গে তার ভাইদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ভোরে জুয়েল, রাব্বিল, মাহফুজসহ প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মানিক মিয়ার বসতঘরে হামলা চালায়। এ সময় মানিক মিয়ার স্ত্রী ময়না বেগম ও ছেলে মহিন বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লা : জেলার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষানির (ভাড়া) টাকা নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওলানপাড়া গ্রামের ৭-৮ জন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে উত্তর হরিপুর ইসমাইলদের বাড়ির পাশে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধরা হলেন হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম (৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন (২৬)। এ ছাড়াও মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চার বছর ধরে মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এ নিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সঙ্গে জমির পোষানির টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। দুজনকে আটক করা হয়েছে।