খাগড়াছড়ির পানছড়ির দুর্গম দুদুকছড়ার হাতিমারা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার পানছড়ির উত্তর দুদুকছড়ায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। এতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা (৪৫) নিহত হয়েছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পানছড়ির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নেটওয়ার্ক সংযোগ অত্যন্ত দুর্বল এবং এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে পরিবারটির সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।