চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টায় পাহড়তলী ওয়ার্কশপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। সেই সঙ্গে মৃত্যুর কারণ অনুসন্ধানের কাজ চলছে।