দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন। নিজ জামাতাকে একটি বিমান সংস্থায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ গ্রহণের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জিওনজু জেলা আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, মুনের বিরুদ্ধে একটি বিমান সংস্থায় নিজ জামাতাকে চাকরি পাইয়ে দিতে ২১৭ মিলিয়ন ওন ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক প্রেসিডেন্টের ঘুষকাণ্ডে দেশটির রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনা। সামরিক আইন জারির দায়ে ইউন সুক ইয়োলকে তার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর সাবেক আরেক প্রেসিডেন্টের দুর্নীতির খবর সামনে এলো। যা নতুন নাটক মঞ্চস্থ করেছে বলে ধারণা অনেকের। দেশটিতে আগামী ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। -আল-জাজিরা
প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মুন। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য বেশি পরিচিত ছিলেন তিনি। তার মধ্যস্থতাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।