প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহ আবদেল্লাতিফকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার অধিকৃত জেরুজালেমের পুরোনো শহরের দামেস্ক গেট এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেরুজালেম গভর্নরেটের এক্স অ্যাকাউন্ট অনুসারে, সোমবার ইসরায়েলি আদালত আবদেল্লাতিফের আটকের মেয়াদ আরও বাড়িয়েছে। তার বিরুদ্ধে অনলাইনে ‘উসকানি’ এবং ‘উসকানিমূলক বিষয়বস্তু প্রকাশ’-এর অভিযোগ আনা হয়েছে। আবদেল্লাতিফ একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি মিডল ইস্ট আইসহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেন।
আবদেল্লাতিফ এর আগেও ইসরায়েলি বাহিনীর দমন-পীড়নের শিকার হয়েছেন। ২০২১ সালের মে মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে ছোট একটি ছেলেকে আটকের ভিডিও করার কারণে ইসরায়েলি সেনারা তাকে মারধর করে, মরিচের গুড়া ছিটিয়ে দেন এবং তার মাথার স্কার্ফ জোর করে খুলে ফেলেন। সে সময় পুরোনো শহরের দামেস্ক গেটে দেশব্যাপী ফিলিস্তিনি সাধারণ ধর্মঘটের সংবাদ সংগ্রহের সময় আবদেল্লাতিফ ইসরায়েলি বাহিনী একটি শিশুকে আটক করতে দেখেন বলে জানান। শিশুটির বাবা ও কাছাকাছি থাকা অন্য ফিলিস্তিনিরা এতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। আবদেল্লাতিফ তখন ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন, কিন্তু ইসরায়েলি সেনারা তাকে ধাক্কা দেন, যদিও তিনি তাদের স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি একজন রিপোর্টার। আবদেল্লাতিফ পুনরাবৃত্তি করতে থাকেন, ‘আমি একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক।’
তবে সেনারা তাকে উপেক্ষা করে পেছনে ঠেলে দিতে থাকে। তারপর তার হিজাব খুলে ফেলে এবং হাঁটুতে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত ফিলিস্তিনিরা আবদেল্লাতিফকে রক্ষা করতে এগিয়ে আসে। তখন ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফলস্বরূপ তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেই সময়ে রাজনৈতিক বিভাজনের মধ্যে ফিলিস্তিনিরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণের প্রতিবাদে দেশব্যাপী সাধারণ ধর্মঘট শুরু করে। -সিএনএন