পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নাশকি হাসপাতালে নেওয়া হয়েছে। মীর গুল খান নাসির টিচিং হাসপাতালে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, সন্ত্রাসকবলিত বেলুচিস্তানে নাশকি-ডালবান্দিন মহাসড়কে এ ঘটনা ঘটেছে গতকাল। তবে বিস্ফোরণের ধরন বা কারণ কোনো কিছুই এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।
ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষাকারীরা। তদন্ত চলছে। পুলিশ বলেছে, কিছু আহতকে হেলিকপ্টারযোগে পাঠানো হয়েছে কোয়েটায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিরীহ মানুষকে টার্গেট করায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন। বলেছেন, এটা চরম মাত্রায় নৃশংসতা। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।