ইউক্রেন যুদ্ধের অবসান এবং মস্কো-ওয়াশিংটন সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ক্রেমলিনের জ্যেষ্ঠ এক উপদেষ্টাকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার ওই কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে গতকাল ক্রেমলিন জানিয়েছে।
গত বুধবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে তাঁরা আলোচনা শুরু করবেন। -রয়টার্স