রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে আগের মার্কিন প্রশাসনের আরোপ করা ‘একতরফা নিষেধাজ্ঞা’ অপসারণের বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ফোন করে এবং তাৎক্ষণিক আলোচনা শুরু করার ঘোষণা দিয়ে ইউরোপীয় মিত্রদের হতবাক করেছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সমাপ্তি নিয়ে আগামী দিনে মার্কিন ও রুশ কর্মকর্তারা আলোচনা শুরু করতে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ল্যাভরভ এবং রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের করা একটি ফোন কলে দ্বিপক্ষীয় সম্পর্কের সমস্যা সমাধানের জন্য যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পারস্পরিক লাভজনক বাণিজ্য, অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতার স্বার্থেই আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা অপসারণের বিষয়ে যোগাযোগ করা হবে। তবে কোন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এবং বিশ্বজুড়ে কিয়েভের মিত্ররা তিন বছর আগে ইউক্রেনে তার আগ্রাসনের জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার লক্ষ্য ছিল রুশ অর্থনীতিকে দুর্বল করা এবং ক্রেমলিনকে যুদ্ধে দুর্বল করা। -বিবিসি