মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে দ্বিতীয় বিমানটি ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করেছে। এবারও হাতকড়া-শিকলে বেঁধেই পাঠানো হয়েছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধ ভারতীয় প্রবাসী দাবি করেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে।
শুধু তা-ই নয়, তিনি দাবি করেছেন তাদের পা-ও বেঁধে রাখা ছিল শিকলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এভাবে কেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে ভারতের সংসদেও। বিতর্কের মধ্যেই দুই দিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ অভিবাসীদের কী অবস্থায় ফেরানো হয়, সেদিকে কৌতূহলী নজর ছিল গোটা দেশের।
মোদি সরকারের কূটনীতি কতটা সফল হবে, তা জানতে অপেক্ষায় ছিল ভারতীয়রা। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কৌতূহল উসকে দিয়ে লেখেন, ‘এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা।’
এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন প্রায় ৫০০ ভারতীয়কে ফেরত পাঠানোর জন্য তালিকাভুক্ত করেছে।
শনিবার বিমানটি অবতরণের পরপরই বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় নাগরিকদের এভাবে ‘অপমান’ করার বিষয়ে মোদি সরকারের কঠোর সমালোচনা করে যেখানে বিরোধী দলগুলো। টাইমস অব ইন্ডিয়া