লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পূর্বের মরুভূমিতে একটি গণকবর থেকে অন্তত ২৮ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে। উত্তর আফ্রিকার এ আরব দেশটির অ্যাটর্নি জেনারেল রবিবার ফেসবুকে এ খবর দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অ্যাটর্নি জেনারেল জানান, কুফরা শহরের উত্তরে এ লাশগুলো পাওয়া গেছে। পাশাপাশি ৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে জোরপূর্বক বন্দিদশা থেকে মুক্তও করা হয়েছে। এ অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক রয়টার্সের প্রতিবেদনে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কুফরা শহরটি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১ হাজার ৭১২ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে বৃহস্পতিবার একই অঞ্চলের জিখারা এলাকায় একটি গণকবর থেকে ১৯টি লাশ উদ্ধার করে আলওয়াহাত নিরাপত্তা অধিদপ্তর। এদিকে পশ্চিমের জিবিয়া শহরের দিলা বন্দরের কাছে সমুদ্রে নৌকাডুবির ঘটনায় আরও ১০ জন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। রয়টার্স