ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরান শিগগিরই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। যার পাল্লা ২ হাজার কিলোমিটার। যা নৌ প্রতিরক্ষায় ইরানের উন্নত সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।
আগামী পারস্য ক্যালেন্ডার বছর ২০ মার্চ শুরু হবে। উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে দাবি করেছেন রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি। রবিবার দেশটির নৌশক্তির সর্বশেষ অগ্রগতির বিবরণ দিয়েছেন তিনি। ‘আমাদের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানি ভূখে র গভীরতা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, উপকূলীয় উৎক্ষেপণের প্রয়োজনীয়তা দূর করে।’ প্রেস টিভি