তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের ‘চিরন্তন’ মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না। কারণ, গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ও আল-কুদস ফিলিস্তিনিদের। রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।
মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, ‘হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।’ তিনি বলেন, ‘গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের।’ সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ ‘দখল’ করতে পারে এবং এর বাসিন্দাদের স্থানান্তর করতে পারে। ট্রাম্প প্রস্তাব করেছিলেন, গাজাবাসীদের মিসর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করা যেতে পারে। বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। তবে আরব ও মুসলিম বিশ্ব ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের তাদের জমি থেকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ধারণার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের তাদের পূর্বপুরুষের ভূমি গাজা থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে সব ধারণার স্পষ্ট বিরোধিতা করেছে।
এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। অধিকৃত এই ভূখণ্ডের নূর-শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান চলাকালে প্রাণ হারান ওই নারী। হামলায় ওই নারীর গর্ভের সন্তানও নিহত হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিহত ওই নারীর নাম সুন্দুস জামাল শালাবি (২৩)। নিহত ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও সফল হতে পারেনি স্বাস্থ্য কর্মকর্তারা। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। এএফপি