মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এন বীরেন সিং। মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার প্রায় দুই বছর পর পদত্যাগ করলেন তিনি। গতকাল রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে ইস্তফাপত্র তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি এ. সারদা ও শীর্ষ নেতারা। সহিংসতাবিধ্বস্ত রাজ্যটির বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে কংগ্রেস। এই আশঙ্কার মাঝেই তিনি পদত্যাগ করলেন। তার আগে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন।
এন বীরেন সিং। গতকাল বিকালে দিল্লি থেকে রাজ্যে ফিরে সন্ধ্যায় তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।
মণিপুর বিধানসভায় ৬০ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)’র বিধায়ক রয়েছে ৪৩ জন। এরমধ্যে বিজেপি ৩৭ জন, ‘নাগা পিপিলস ফ্রন্ট’ এর পাঁচজন এবং জেডিইউয়ের মাত্র একজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে বিরোধীদের বিধায়ক সদস্য সংখ্যা ১৬।