ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ করেছে সৌদি আরব। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের কাছে তাদের ভূমির গুরুত্ব অনুধাবন করার মতো মানসিক পরিপক্বতা নেই চরমপন্থি দখলদার ইজরায়েলের। ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্বের সঙ্গে গাজার ঐতিহাসিক ও আইনি সম্পর্ক অনেক গভীর। গত বৃহস্পতিবার নেতানিয়াহু এক সাক্ষাৎকারে খানিকটা রসিকতা করে সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সেখানে ভুলবশত ফিলিস্তিনি রাষ্ট্রের বদলে ‘সৌদি রাষ্ট্রের’ কথা বলেছিলেন তিনি। যদিও পরে ভুল করে বলেছেন বলে জানান। কিন্তু এটা মানতে নারাজ ইসলামী বিশ্ব।
মিসর ও জর্ডানও ইসরায়েলের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে।